দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে এনপিপি’র প্রার্থী আম মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
রুহুল আমীন তালুকদার,সিলেটঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত ও ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)’র আম মার্কার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় স্থানীয় গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত ও ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)’র উদ্যোগে হাফিজ শফিকুর রহমানের কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কুড়ি গ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লি জালাল উদ্দিনের বাড়িতে নির্বাচনী এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।নির্বাচনী এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম।
ছাত্রনেতা আমির হোসেনের সঞ্চালনায় কামাল বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব মর্তুজা মিয়ার সভাপতিত্বে এ উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)’র দলীয় আম মার্কার প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ, উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাদ হোসেন লিলু, এরশাদ আলী, সুরমার আলী, ওয়ারিছ আলী, মকবুল আলী, ফিরোজ আলী, আব্দুর রহমান (মোতাওয়াল্লি), তৈয়ব আলী (মোতাওয়াল্লি), প্রমুখ।
এসময় আম মার্কার প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ বলেন,আমি আমার নির্বাচনী এলাকার রাস্তা- ঘাটের উন্নয়ন মূলক কাজ করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ব্যবস্থা করে দিয়েছি ও বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ সর্বস্তরের জনগণের কল্যাণে জীবনের অর্ধেক সময় পার করেছি। সুখে- দুংখে আপনাদের পাশে ছিলাম, আছি এবং যতদিন বেঁচে থাকব ততদিনই আপনাদের সুখে, দুংখে পাশে থাকব ইনশাআল্লাহ। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ (একাংশের) উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত ও ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)’র দলীয় প্রতীক আম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)’র ও গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত স্হানীয় নেতা – কর্মী ও সর্বস্তরের জনগণ এনপিপি’র প্রতীক আম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।