ইএসডিও প্রসপারিটি প্রকল্পের অপুষ্ট শিশুদের মাঝে সম্পুরক খাদ্য বিতরণ।

- আপডেট সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পোন্টের আওতায় ১৯৫ টি অতিদ্ররিদ্র খানার অপুষ্ট শিশুদের মাঝে সম্পুরক খাদ্য প্যাকেজ বিতরন করা হয়।(২২মার্চ) বুধবার রহিমানপুর, নারগুন, জগন্নাথপুর, বালিয়া ও বড়গাওঁ ইউনিয়নের ১৯৫ টি অতিদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দালিত খানার শিশুদের মাঝে ৬ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি আলু, ১.২ লিটার সরিষার তেল, ১ কেজি আটা, ১ কেজি গুড়, পিয়াজ, রসুন, আদা,সবজী, মসলা ইত্যাদি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব, শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঠাকুরগাঁও , খতিবর রহমান, এপিসি, ইএসডিও, . শামীম হোসেন, জোনাল ম্যানেজার, ঠাকুরগাঁও জোন, কৃষিবিদ অনুপ কুমার দাস, টীম লিডার, প্রসপারিটি প্রকল্প, আব্দুস সামাদ, কারিগরী কর্মকর্তা, অজিত বিশাস সহ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।