মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজের মৃত্যু: সাংবাদিকতার অঙ্গনে অপূরণীয় ক্ষতি
- আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি নিবাসী, প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ (৬৮) আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তার মৃত্যুর সংবাদে সাংবাদিকতা জগৎসহ তার পরিবার, বন্ধু-বান্ধব, এবং গজারিয়া উপজেলায় গভীর শোকের ছায়া। মরহুমের নামাজের জানাজা আজ বাদ আছর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই, ভবেরচর ওয়াজীর আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার।
প্রবীণ সাংবাদিক দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলায় সাংবাদিকতার মাধ্যমে সমাজসেবার কাজে যুক্ত ছিলেন এবং তার কাজের মাধ্যমে অনেকের মন জয় করেছেন। তার মৃত্যুতে সমাজ ও সাংবাদিকতায় এক অপূরণীয় ক্ষতি হলো। মারহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং শোকার্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।























