হবিগঞ্জ সমিতি সিলেট’র অভিষেক সম্পন্ন পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে – আবু তাহের মুহাম্মদ জাবের
- আপডেট সময় : ১১:০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন প্রাকৃতিক সম্পদ ও ভৌগলিক অবস্থানের কারণে হবিগঞ্জ জেলায় উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল হবিগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
হবিগঞ্জ সমিতি সিলেটের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি হবিগঞ্জ অবকাঠামো উন্নয়নসহ মানুষের জীবনযাত্রার যেমন মানউন্নয়ন হচ্ছে, তেমনি ওই এলাকায় প্রতিনিয়ত শিল্প কারখানা গড়ে উঠছে।
একটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনার আওতায় এটা গড়ে উঠলে হবিগঞ্জের প্রতিটি মানুষ উপকৃত হবেন। তিনি বলেন, সিলেট মহানগরীতে বসবাসকারী হবিগঞ্জবাসীর প্রাণের সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট সম্প্রীতি ও আত্মার বন্ধন। প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ সমিতি। পরিকল্পিত শিল্পায়ন সামাজিক সংগঠন হিসেবে সুনিবিড় সম্পর্কের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সমিতি সিলেটের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানের আহবায়ক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, ঢাকা হবিগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী।
বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ড. মোঃ শাহাব উদ্দিন, ড. আবুল ফতেহ ফাত্তাহ, বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম, আবু মোহাম্মদ আব্দুল হান্নান, সিনিয়র এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, এডভোকেট মোঃ আবুল ফজল, সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মাহমুদুল আলম মারুফ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শফিউল আলম চৌধুরী।
শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এডভোকেট জোৎস্না ইসলাম, মোঃ আবু সালেহ আহমদ, মোঃ আব্দুল আউয়াল বাবুল। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে ‘খোয়াই নদীর বাঁকে’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।


























