সিলেটে ১ লক্ষ ৮০০ টাকা মূল্যের ভারতীয় কিটক্যাট চকলেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ১১:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৮০০ টাকা মূল্যের ভারতীয় কিটক্যাট চকলেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল পয়েন্টস্থ শহীদ মিনারের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ৬ হাজার ৭২০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করফা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আম্বিয়া (২১)। তিনি গোয়াইনঘাট থানার ফকাস গ্রামের মতছির আলীর ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।























