সিলেট কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত, আহত ৫
- আপডেট সময় : ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং অটোরিকশার চালক রমজান আলী।
আহতদের প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে আসামাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী একটি ট্রাক্টর দ্রুতগতিতে মহাসড়কে ওঠার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। মরদেহসহ আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






















