সিলেট কোম্পানীগঞ্জে ১০টি বাল্কহেডসহ- আটক৯
 
																
								
							
                                - আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৮ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে অভিযান পরিচালনা করে ১০টি বাল্কহেড নৌকা জব্দ করা হয়। বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে ৯জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ ও ৯ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া। অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে ধলাই নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব বাল্কহেড জব্দ ও ৯ জন শ্রমিক ও নৌ-চালককে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ ছাড় পাবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ‘জব্দ করা বাল্কহেডগুলো বর্তমানে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
																			























