সিলেটে যেখানেই অবৈধ জুয়ার আসর সেখানেই পুলিশ, আটক২৫
 
																
								
							
                                - আপডেট সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
অবৈধ অনলাইন জুয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে তরুণ প্রজন্মেরা। প্রতিদিন লাখ লাখ টাকা হাতবদল হচ্ছে । আর এর পেছনে ঘুরছে প্রভাবশালীদের ছায়াও। সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়ার) গ্রুপ থেকে শুরু করে শহরের অলিগলির আড্ডাখানা, এই সব জায়গাতেই এখন তীর শিলং জুয়ার ছোঁয়া। একসময় সীমান্তবর্তী অঞ্চলের সীমিত কিছু মানুষের শখের বাজি এখন রূপ নিয়েছে ভয়ংকর নেশায়।নগরীর এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও বসে নেই। সম্প্রতি সিলেট মহানগর জুড়ে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশের তৎপরতা বেড়েছে বহুগুণে। ‘সিলেটে যেখানেই আসর, সেখানেই পুলিশ’- এমন পরিস্থিতি তৈরি হয়েছে এখন। সর্বশেষ অভিযানে আটক হয়েছেন ২৫ জন। যাদের সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তীর শিলং জুয়ার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ ও এসএমপি পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলকেই তীর শিলং জুয়ার আসর থেকে অভিযান দিয়ে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এই অভিযানে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন (৫৮), জামাল মিয়া (৩৪), খোকন মিয়া (৩৮), নয়ন দেব (৪১), হান্নান মিয়া(৩১), আশখ আলী (৪৩)।
পুলিশ জানিয়েছে, ‘আটককৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার ননএফআইআর নং-২১০/২৫,তারিখ-২৩/১০/২০২৫খ্রিঃ,ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একইদিন রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন কালীঘাট পেঁয়াজপট্টি খেয়াঘাট সংলগ্ন প্রকাশ্য স্থানে অভিযান পরিচালনা করে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হল- মো. আহমাদ হোসেন (২৯), আল-আমিন আহমদ আলী (৪২), মোজাহিদ শেখ (৩৫)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার ননএফআইআর-৪৫০,তারিখ-২৪/১০/২০২৫খ্রিঃ। ধারা- সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় আসামীদ্ব‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একই সময়ে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১৫২, তাং-২৪/১০/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রুহুল আমিন (৩৬), সুজেল চৌধুরী (৩৪), কিবরিয়া আহমদ (৩৯), শামীম হোসেন (৪০), মো. রাসেল (৪০), মো. শাহীন (৫৩), আল আমিন (২৭), খুরশেদ আলম (৫৫), মো. রুবেল মিয়া (৪০), সাগর মিয়া (২৯), নুর মিয়া (৪৬), মুন্না আহমদ (২৯), মিলাদ মিয়া (৩৯), আশিকুল রহমান (৩৬), আছগর আলী (৩৭), বাবুল মিয়া (৪৭)।
এই বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তীর শিলংসহ যেকোনো ধরনের অনলাইন জুয়া সম্পূর্ণভাবে অবৈধ। আমরা নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনছি। সম্প্রতি একাধিক স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে। এ ধরনের জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, এটি সমাজে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। আমরা চাই, তরুণরা যেন এসব নেশা থেকে দূরে থাকে এবং পরিবারগুলোও সচেতন ভূমিকা রাখে।’
 
																			

























