হাত না মিলিয়ে তোপের মুখে ভারত
 
																
								
							
                                - আপডেট সময় : ১০:২১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
খেলা ডেস্ক :
পাকিস্তান দল বাজে পারফর্ম করলে কথার তোপ দাগাতে কখনোই পিছপা হন না দেশটির সাবেক ক্রিকেটাররা। সেই ক্ষোভের বিস্ফোরণ আছে এবারও। তবে এবার তির ছুড়ছেন তারা ভারতের দিকেও। এশিয়া কাপের ম্যাচে হাত না মেলানোর ঘটনায় ভারতীয় ক্রিকেটারদের ওপর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকে। রোববার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারায় ভারত। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন অন্য ঘটনা। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলানন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা।
প্রতিবাদে পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান অধিনায়ক। সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন তাদের কোচ মাইক হেসন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে না করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে তারা।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার এই জয় উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে এবং সংহতি প্রকাশ করেন গত এপ্রিলে পেহেলগাওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সঙ্গে। প্রেক্ষাপট যেমনই হোক, উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে এই ঘটনা। বিতর্কের ঝড়ও শুরু হয়ে গেছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লাতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আইসিসির, ‘হ্যাঁ, আপনারা ভারতীয় ক্রিকেট দল, আপনারা বিশ্বের সেরা দল। তবে খেলা শেষে হাত না মেলানোয় আপনাদের আসল রূপ ফুটে উঠেছে। পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষা করছিল; কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিংরুমে চলে যায়। আইসিসি কোথায়?’
সাবেক এই কিপার-ব্যাটার পরে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘দুই দেশের মধ্যে আগেও যুদ্ধ হয়েছে। তবে কখনোই আমরা হাত মেলানো বাদ দিইনি। এবারের ঘটনার দাগ অনেক দিন রয়ে যাবে। আমরা দেশের জন্য খেলি। তবে এবার যা হয়েছে, মোটেও ঠিক হয়নি। আপনাদের অস্বস্তি যৌক্তিক হতে পারে। তবে মাঠে নামার পর সঠিক পথেই খেলা উচিত। পেহেলগাওয়ে হামলার জন্য পাকিস্তান দায়ী হলে জড়িতদের গ্রেফতার করুন। ভারতের উচিত ছিল শেষ পর্যন্ত যুদ্ধ করা; কিন্তু সেটিও তারা করতে পারেনি। তাদের এভাবে সরে যাওয়া উচিত হয়নি।’ পারফরম্যান্সের জন্য ভারতের প্রশংসা করছেন শোয়েব আখতারও। তবে হাত না মেলানোর ব্যাপারটি মানতে পারছেন না সাবেক এই ফাস্ট বোলার, ‘আমি সত্যি বলতে ভাষাহীন হয়ে পড়েছি। এমন কিছু দেখাটা হতাশাজনক। জানি না কী বলব। ভারতকে টুপি খোলা অভিনন্দন। শুধু বলব, এই ব্যাপারগুলো রাজনৈতিক বানিয়ে ফেলবেন না। এটা তো ক্রিকেট ম্যাচ, এটাকে রাজনীতিময় করবেন না। আমরা তো আপনাদেরকে নিয়ে ভালো ভালো কথাই বলছি। হাত না মেলানো নিয়ে অনেক কিছু বলতে পারি। লড়াই-বিবাদ তো হয়েই থাকে, ঘরের মধ্যেও ঝগড়া হয়। ভুলে যান এসব, সামনে তাকান। এটা তো শুধু ক্রিকেট খেলা। হাত মেলান, মাধুর্য মেলে ধরুন।’
নিজ দেশের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত কথা বলতে যিনি দ্বিধা করেন না, সেই বাসিত আলীও এবার ধুয়ে দিয়েছেন ভারতকে। বলেনছেন, ‘এটা তো এশিয়া কাপ, তাই না? আইসিসি আসর যখন হবে, বিশ্বকাপে যদি এমন হয়, তখন আইসিসির প্রধান কী বলবে? তিনি তো একজন ভারতীয়! এটা ভাবার ব্যাপার। হাত না মেলালে কি আপনি নায়ক হয়ে যাবেন? মোটেও না।
 
																			



























