গোলাপগঞ্জে হাটে ‘দালাল ঢুকলেই জরিমানা’

- আপডেট সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
গোলাপগঞ্জ সংবাদদাতা :
‘হাটে দালাল ঢুকা নিষেধ, ঢুকলে জরিমানা’ গোলাপগঞ্জে আমনিয়া বাজারের কোরবানী পশুর হাটের প্রচার মঞ্চ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। মাইকে মুক্তা মিয়া এ ঘোষণা দেওয়ার পরপরই শুরু হয় বাজারজুড়ে কৌতুহল।
জানা যায়, উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারে অস্থায়ী পশুর হাট শুরু হয় গত বুধবার। হাটে গরু-ছাগলে সয়লাভ থাকলেও পর্যাপ্ত পরিমাণে ক্রেতা না থাকায় বিক্রিতেও ভাটা পড়ে। এরমধ্যে আছে দালালদের উৎপাত। এসব দালালদের কারণে ক্রেতারা ঠিকমতো গরু-ছাগল ক্রয় করতে পারেননা-এমন আশঙ্কায় বাজারের ক্রেতাদের স্বার্থে প্রচার মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। প্রচার মঞ্চ থেকে বাজারে ‘দালাল প্রবেশ নিষেধ,ঢুকলেই জরিমানা’ এমন ঘোষণার পর বাজারে কৌতুহল শুরু হয়।
বাজারে আসা লোকজন বলছেন, ‘এটা মহালদার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মাইকে দালাল প্রবেশ নিয়েধ ঘোষণার পর দালালরা হাটে ঢুকতে ভয় পাবে। এতে ক্রেতারা সঠিক মূল্যে গরু-ছাগল ক্রয় করতে পারবেন।
সরেজমিন কোরবানী পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে বিভিন্ন এলাকা থেকে লোকজন গরু-ছাগল হাটে নিয়ে এসেছেন। গরু-ছাগলে হাট ঠাসা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল একেবারে কম।
বাজারে আসা আমুড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ জানান, বাজারে গরু-ছাগল মোটামুটি বিক্রি হচ্ছে।
পশি হাটের মহালদার মোর্শেদ আলম পিলু জানান, হাটে গরু-ছাগল পড়যাপ্ত পরিমাণ রয়েছে, তবে ক্রেতা কম। আশা করছি ঈদের আগ মূহুর্তে পশুর এই হাট জমবে।