ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রু ত নিয়োগের নির্দেশ ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার গাড়ি থামিয়ে ঘুষ আদায়, ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার মৌলভীবাজার কুলাউড়ায় চাঁদাবাজি – সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে পুলিশ ঢাকায় বিমানের সাথে বৈঠক করলেন সিলেটের ব্যবসায়ীরা তিনমাস পর বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু সিলেট শাহ মাদানী ঈদগাহ ইকোপার্ক সড়কের ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে টাকার জন্য কলেজ ছাত্র খুন – গ্রেফতার ২ সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, যা বললেন এনসিপি নেতা

তেলাপোকার উপদ্রব কমাতে যা করবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

এমন অনেক পরিবার আছে যারা তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ। রান্নাঘর সহ পুরো ফ্ল্যাট, এমনকি বাথরুমেও তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ। 

এই সমস্যা এড়াতে রান্নাঘর, বাথরুম যতই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন না কেনো তারপরও তেলাপোকার উপদ্রব কমছে না। 

শুধু তাই নয়, তেলাপোকা মারার জন্য রান্নাঘরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যায় না। তবে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলে তেলাপোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব।

একটি বাটিতে চিনির গুঁড়া ও বোরিক পাউডার মিশিয়ে নিন। যেসব জায়গা দিয়ে তেলাপোকা বের হয়, ঘরের সেই সেই কোণে এই মিশ্রণ ছড়িয়ে দিন। চিনি খাওয়ার লোভে তেলাপোকা বের হবে এবং বোরিক অ্যাসিড তাদের মেরে দেবে। চিনির বদলে কফি, মধু কিংবা আটা-ময়দার সঙ্গে বোরিক পাউডার মিশিয়েও তেলাপোকা মারতে পারেন।

বেকিং সোডা 

বোরিক পাউডারের বদলে চিনির গুঁড়োর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দিন। এই মিশ্রণও রান্নাঘর বা বাথরুমে ছড়িয়ে রাখতে পারেন। চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়। বেকিং সোডা তেলাপোকাকে মারতে কার্যকর।

নিম তেল

ঘরের যেসব অংশ থেকে তেলাপোকা বের হয়, সেই সব জায়গায় নিম তেল স্প্রে করুন। একটি বোতলে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। তাতে নিম তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি রান্নাঘরের সিঙ্কে, বাথরুমে ড্রেনের মুখে, রান্নাঘরের তাকে, ডাস্টবিনে স্প্রে করুন। রাতে এই কাজটা করে ঘুমোতে যান। সকলে উঠে দেখবেন সব তেলাপোকা মরে পড়ে আছে। 

তেজপাতা

রান্নাঘরে তেলাপোকা উপদ্রব কমাতে তেজপাতা ব্যবহার করুন। কয়েকটা তেজপাতা গুঁড়ো করে নিন। রান্নাঘরের আনাচে কানাচে তেজপাতার গুঁড়ো ছড়িয়ে রেখে দিন। তেজপাতার গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যাবে তেলাপোকা।

তেজপাতা
তেজপাতা তেলাপোকা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসকল স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলপোকা মারবে না কিন্তু তেলপোকাকে ঘর থেকে দূরে রাখবে।

বেকিং সোডা ও চিনি
সমপরিমাণে বেকিং সোডা এবং চিনি মিশিয়ে নিন। এবার যেসব ঘরে তেলাপোকা আনা গোনা সেখানে ছিটিয়ে দিন। তেলাপোকা এটি খাওয়ার সাথে সাথে মারা যাবে।
শসা
শসা তেলাপোকা দূর করতে অনেক বেশি কার্যকরী। একটি অ্যালুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিন। এবার এই ক্যানটি তেলপোকা আসার স্থানে রেখে দিন। দেখবেন তেলাপোকা উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে থাকে। যা তেলাপোকার মৃত্যু ত্বরান্বিত করে থাকে।
প্রেট্রোলিয়াম জেলি

একটি জারে প্রেট্রোলিয়াম জেলি নিন। এবার এতে কিছু ফলের খোসা যেমন আম, কলা, আপেল রেখে দিন। ঘরের যে জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে সেখানে এই জারটি রেখে দিন। ফলের খোসার গন্ধ তেলাপোকাকে আকৃষ্ট করবে আবার প্রেট্রোলিয়াম জেলী তেলাপোকাকে জারের ভিতরে ঢুকতে বাঁধা দিবে। তেলাপোকা যখন জারের চারপাশে এসে জমে যাবে তখন স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন। দেখবেন তেলাপোকা এক নিমিষে দূর হয়ে গেছে।
গোল মরিচের গুঁড়া

একটি মগে এক লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে করে দিন সারা বাড়িতে বা যেসব জায়গায় তেলাপোকা বেশি আসে। দেখবেন তেলাপোকা আপনার বাসা থেকে দূর হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেলাপোকার উপদ্রব কমাতে যা করবেন

আপডেট সময় : ০৫:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

লাইফস্টাইল ডেস্ক :

এমন অনেক পরিবার আছে যারা তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ। রান্নাঘর সহ পুরো ফ্ল্যাট, এমনকি বাথরুমেও তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ। 

এই সমস্যা এড়াতে রান্নাঘর, বাথরুম যতই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন না কেনো তারপরও তেলাপোকার উপদ্রব কমছে না। 

শুধু তাই নয়, তেলাপোকা মারার জন্য রান্নাঘরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যায় না। তবে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলে তেলাপোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব।

একটি বাটিতে চিনির গুঁড়া ও বোরিক পাউডার মিশিয়ে নিন। যেসব জায়গা দিয়ে তেলাপোকা বের হয়, ঘরের সেই সেই কোণে এই মিশ্রণ ছড়িয়ে দিন। চিনি খাওয়ার লোভে তেলাপোকা বের হবে এবং বোরিক অ্যাসিড তাদের মেরে দেবে। চিনির বদলে কফি, মধু কিংবা আটা-ময়দার সঙ্গে বোরিক পাউডার মিশিয়েও তেলাপোকা মারতে পারেন।

বেকিং সোডা 

বোরিক পাউডারের বদলে চিনির গুঁড়োর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দিন। এই মিশ্রণও রান্নাঘর বা বাথরুমে ছড়িয়ে রাখতে পারেন। চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়। বেকিং সোডা তেলাপোকাকে মারতে কার্যকর।

নিম তেল

ঘরের যেসব অংশ থেকে তেলাপোকা বের হয়, সেই সব জায়গায় নিম তেল স্প্রে করুন। একটি বোতলে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। তাতে নিম তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি রান্নাঘরের সিঙ্কে, বাথরুমে ড্রেনের মুখে, রান্নাঘরের তাকে, ডাস্টবিনে স্প্রে করুন। রাতে এই কাজটা করে ঘুমোতে যান। সকলে উঠে দেখবেন সব তেলাপোকা মরে পড়ে আছে। 

তেজপাতা

রান্নাঘরে তেলাপোকা উপদ্রব কমাতে তেজপাতা ব্যবহার করুন। কয়েকটা তেজপাতা গুঁড়ো করে নিন। রান্নাঘরের আনাচে কানাচে তেজপাতার গুঁড়ো ছড়িয়ে রেখে দিন। তেজপাতার গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যাবে তেলাপোকা।

তেজপাতা
তেজপাতা তেলাপোকা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসকল স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলপোকা মারবে না কিন্তু তেলপোকাকে ঘর থেকে দূরে রাখবে।

বেকিং সোডা ও চিনি
সমপরিমাণে বেকিং সোডা এবং চিনি মিশিয়ে নিন। এবার যেসব ঘরে তেলাপোকা আনা গোনা সেখানে ছিটিয়ে দিন। তেলাপোকা এটি খাওয়ার সাথে সাথে মারা যাবে।
শসা
শসা তেলাপোকা দূর করতে অনেক বেশি কার্যকরী। একটি অ্যালুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিন। এবার এই ক্যানটি তেলপোকা আসার স্থানে রেখে দিন। দেখবেন তেলাপোকা উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে থাকে। যা তেলাপোকার মৃত্যু ত্বরান্বিত করে থাকে।
প্রেট্রোলিয়াম জেলি

একটি জারে প্রেট্রোলিয়াম জেলি নিন। এবার এতে কিছু ফলের খোসা যেমন আম, কলা, আপেল রেখে দিন। ঘরের যে জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে সেখানে এই জারটি রেখে দিন। ফলের খোসার গন্ধ তেলাপোকাকে আকৃষ্ট করবে আবার প্রেট্রোলিয়াম জেলী তেলাপোকাকে জারের ভিতরে ঢুকতে বাঁধা দিবে। তেলাপোকা যখন জারের চারপাশে এসে জমে যাবে তখন স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন। দেখবেন তেলাপোকা এক নিমিষে দূর হয়ে গেছে।
গোল মরিচের গুঁড়া

একটি মগে এক লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে করে দিন সারা বাড়িতে বা যেসব জায়গায় তেলাপোকা বেশি আসে। দেখবেন তেলাপোকা আপনার বাসা থেকে দূর হয়ে গেছে।