ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শাকিবের যে সিনেমায় ‘বুবলী’ হয়েছিলেন অপু বিশ্বাস গাজার মুসলমানদের সমর্থনে বলিউড অভিনেত্রীর পোস্ট আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস ইসরাইলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু গল টেস্টের প্রথম দিনে দুই সেঞ্চুরি, ভালো পজিশনে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ জরিপের ফল-পথে বেড়ে উঠা শিশুদের ৫৮ শতাংশেরই নেই জন্মসনদ চুনারুঘাট সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক কুলাউড়ায় ৫০০ চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ‘এনএসএস’

জনপ্রশাসন সচিবসহ অবাঞ্ছিত সচিবদের দ্রুত অপসারণ দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানসহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণ দাবি করে গণমাধ্যমের কাছে মতামত তুলে ধরছেন বঞ্চিত হয়ে অবসরে যাওয়া অতিরিক্ত সচিব ফোরামের আহ্বায়ক মো. নাসির উদ্দিন।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী জনপ্রশাসন সচিবসহ পাঁচ সচিব ও চুক্তিতে নিয়োজিত কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছেন বঞ্চিত (অবসরপ্রাপ্ত) অতিরিক্ত সচিব ফোরামের সভাপতি ড. মো. নাসির উদ্দিন।

মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে আওয়ামী সুবিধাভোগী সচিবদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তিনি৷ 

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে সুবিধাভোগী কিন্তু আবার এ সরকারের আমলেও যে সমস্ত কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে তাদের সেসব চুক্তি বাতিলসহ এখনো প্রশাসনে ফ্যাসিবাদীদের যে-সব দোসররা রয়েছে তাদের অপসারণ করতে হবে৷ তাদের অপসারণের দাবিতেই আমরা অবস্থান নিয়েছি৷ আমরা বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে একাত্মতা পোষণ করে এ দাবির পক্ষে সংগ্রাম করে যাচ্ছি৷

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে আছে৷ অন্তর্বর্তী সরকারের আমলেও তারা বিভিন্ন বৈষম্য সৃষ্টি করছে৷ তারা মানুষের ন্যায্য দাবিকে নিষ্পেষিত করে যাচ্ছে৷ তাদের অপসারণ না হওয়া পর্যন্ত সাত্তার স্যারের নেতৃত্বে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো৷

ড. মো. নাসির উদ্দিন বলেন, বর্তমান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান আমাদেরকেও অত্যন্ত হেয় করেছেন৷ আমরা তার কাছে এসেছিলাম৷ তিনি কথা দিয়েছিলেন বঞ্চনা নিরসন কমিটির মাধ্যমে বঞ্চিত অতিরিক্ত সচিবদের বিষয়টি পুনরায় বিবেচনা করবেন৷ এ নিয়ে একটা কমিটি করা হয়েছিল৷ সেই কমিটি আমাদের আবেদন করতে বললে আমরা আবেদনও করেছিলাম৷ কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম সেই কমিটি তিনি বাতিল করে দিয়েছেন৷ ফলে আমরা আগে তো বঞ্চিত ছিলাম এবং তার দ্বারা অপমানিত হলাম৷

নাসির উদ্দিন বলেন, তিনি (জনপ্রশাসন সচিব) একজন অস্থির প্রকৃতির মানুষ৷ তার মতো একজন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকাটা আমাদের কাম্য না৷ আব্দুস সাত্তার স্যারের নেতৃত্বে যে দাবি উঠেছে সেটা সঠিক৷ আমরা চাই সে দাবির দ্রুত বাস্তবায়ন হোক৷ ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা হোক৷

এর আগে আওয়ামী সুবিধাভোগী পাঁচ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম৷ সংগঠনটির নির্বাহী কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত পানি সম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেনসহ পাঁচ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ডাক দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসাথে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করাসহ পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনপ্রশাসন সচিবসহ অবাঞ্ছিত সচিবদের দ্রুত অপসারণ দাবি

আপডেট সময় : ০৯:১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানসহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণ দাবি করে গণমাধ্যমের কাছে মতামত তুলে ধরছেন বঞ্চিত হয়ে অবসরে যাওয়া অতিরিক্ত সচিব ফোরামের আহ্বায়ক মো. নাসির উদ্দিন।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী জনপ্রশাসন সচিবসহ পাঁচ সচিব ও চুক্তিতে নিয়োজিত কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছেন বঞ্চিত (অবসরপ্রাপ্ত) অতিরিক্ত সচিব ফোরামের সভাপতি ড. মো. নাসির উদ্দিন।

মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে আওয়ামী সুবিধাভোগী সচিবদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তিনি৷ 

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে সুবিধাভোগী কিন্তু আবার এ সরকারের আমলেও যে সমস্ত কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে তাদের সেসব চুক্তি বাতিলসহ এখনো প্রশাসনে ফ্যাসিবাদীদের যে-সব দোসররা রয়েছে তাদের অপসারণ করতে হবে৷ তাদের অপসারণের দাবিতেই আমরা অবস্থান নিয়েছি৷ আমরা বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে একাত্মতা পোষণ করে এ দাবির পক্ষে সংগ্রাম করে যাচ্ছি৷

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে আছে৷ অন্তর্বর্তী সরকারের আমলেও তারা বিভিন্ন বৈষম্য সৃষ্টি করছে৷ তারা মানুষের ন্যায্য দাবিকে নিষ্পেষিত করে যাচ্ছে৷ তাদের অপসারণ না হওয়া পর্যন্ত সাত্তার স্যারের নেতৃত্বে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো৷

ড. মো. নাসির উদ্দিন বলেন, বর্তমান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান আমাদেরকেও অত্যন্ত হেয় করেছেন৷ আমরা তার কাছে এসেছিলাম৷ তিনি কথা দিয়েছিলেন বঞ্চনা নিরসন কমিটির মাধ্যমে বঞ্চিত অতিরিক্ত সচিবদের বিষয়টি পুনরায় বিবেচনা করবেন৷ এ নিয়ে একটা কমিটি করা হয়েছিল৷ সেই কমিটি আমাদের আবেদন করতে বললে আমরা আবেদনও করেছিলাম৷ কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম সেই কমিটি তিনি বাতিল করে দিয়েছেন৷ ফলে আমরা আগে তো বঞ্চিত ছিলাম এবং তার দ্বারা অপমানিত হলাম৷

নাসির উদ্দিন বলেন, তিনি (জনপ্রশাসন সচিব) একজন অস্থির প্রকৃতির মানুষ৷ তার মতো একজন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকাটা আমাদের কাম্য না৷ আব্দুস সাত্তার স্যারের নেতৃত্বে যে দাবি উঠেছে সেটা সঠিক৷ আমরা চাই সে দাবির দ্রুত বাস্তবায়ন হোক৷ ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা হোক৷

এর আগে আওয়ামী সুবিধাভোগী পাঁচ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম৷ সংগঠনটির নির্বাহী কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত পানি সম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেনসহ পাঁচ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ডাক দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসাথে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করাসহ পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।