সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় রুপি ও জাল পরিচয়পত্রসহ যুবক আটক

- আপডেট সময় : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে মো. রফিক মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, আজ সোমবার সকালে মো. রফিক মিয়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে বাংলাদেশ ফেরত আসার সময় বীরেন্দ্রনগর সীমান্তের রংগাছড়া এলাকা থেকে মো. রফিক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ হাজার ভারতীয় রুপি, ভারতীয় একটি জাল পরিচয়পত্র ও একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। রফিক মিয়া শমীমোহন সিংহের ছেলে শশীকান্ত সিংহ নাম দিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের একটি জাল পরিচয়পত্র ও একটি জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশে ফেরত আসার সময় ৩৪ হাজার ভারতীয় রুপি ও জাল পরিচয়সহ রফিক মিয়াকে আটক করা হয়। পরে তাকে তাহিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে।