সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা সম্পন্ন

- আপডেট সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪ টায় গণগ্রন্থাগার হল রুমে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপ-পরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্ষক মাহসিনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সাইফুল ইসলাম, গীতা পাঠ করেন অর্ঘ দাস।
কবিতা আবৃত্তি, গান ও উপস্থিত বক্তৃতা করেন শাররিয়ার আলম মেহদী তালুকদার, জান্নাতুল ফেরদৌস ত্বহা, জারিন তাবাসসুম জারা, নোশাইবা করিম, কাজী নভেরা রওশান, জুওয়াইরিয়া করিম, সাদমান আমিন রুহান, সাবিকা তাবাসসুম প্রমি, মিশাল মিনারা আলী, মাসুদা বেগম, মাহমুদা, রাজশ্রী দত্ত, সাইফা, ইন্দ্রনীল দাশ, সৃজিতা সাহা, তামান্না তাবাসসুম তমা প্রমুখ।
সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।