ভোক্তা অধিকারের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা

- আপডেট সময় : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
মিষ্টি ও জিলাপির কাটুনে ২১০ গ্রাম বাড়তি ওজনের কারণে প্রতিদিনই কেনাকাটায় ঠকছেন ক্রেতারা। মিষ্টি ও জিলাপি কিনতে গেলে ভারী কাটুনের নিচে চাপা পড়ে যায় মিষ্টি ও জিলাপির আসল ওজন। ঘটনা ঘটে কার্টুনের প্রায় সব পণ্যে। বেশি দাম দিয়ে পণ্য ওজনে কম পেতে অনেকটা যেন অভ্যস্ত হয়ে পড়ছেন লোকজন।
মাঝে মাঝে বাড়তি ওজনের প্যাকেট নিয়ে বিক্রেতার সঙ্গে ক্রেতার বচসা যে একেবারে হয় না, তা নয়। তবে প্রতিকার পাওয়া যায় না। তবে এবারের ঘটনায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেতে পারেন। এমন বাড়তি ওজনের প্যাকেট বা কাটুনের কারণে জরিমানা গুনতে হয়েছে ৪টি মিষ্টির দোকানকে। ওই দোকানগুলোতে মিষ্টি ও জিলাপি বিক্রির ক্ষেত্রে ভারী কাটুন ব্যবহার করা হয় এমন অভিযোগের ভিত্তিতে পবিত্র রমজান মাসে দ্রব্যম‚ল্যের বাজার নিয়ন্ত্রণসহ কারচুপি নিয়ন্ত্রণ রাখতে চুনারুঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন।
অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি ও জিলাপির কার্টুনে ২১০ গ্রাম বেশি থাকার অপরাধে ‘জয় মা’ মিষ্টান্ন ভাণ্ডারের রাজেন্দ্র দেবনাথকে ৩ হাজার টাকা, জিলাপীতে হাইড্রোজেন ব্যবহার করায় বিবাড়ীয়া মিষ্টি ঘরের রাখাল চন্দ্র সরকারকে ৪ হাজার টাকা, মিষ্টি ও জিলাপিতে কেজিতে পরিমাণে কম রাখায় লক্ষী মিষ্টান্ন ভাণ্ডারে সত্য দেবনাথকে ৩ হাজার টাকা, ওজনে কম ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার করায় শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের নিরেশ পালকে ৩ হাজার টাকা, আলু কেজিতে বেশি দামে বিক্রি করায় কাঁচা মাল ব্যবসায়ী সিবু পালকে ৫০০টাকা ও ম‚ল্য তালিকা না থাকায় রাব্বি পোলট্রি মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং ওজন বাড়ানোর জন্য চিংড়ির শরীরে বিষাক্ত রাসায়নিক ও জেলি পুশ করার দায়ে মাছ ব্যবসায়ী আব্বাসকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল বুধবার (১৩ মার্চ) বিকেলে চুনারুঘাট পৌরশহরের কাঁচা বাজার, উত্তর বাজার ও মধ্যে বাজার বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এসময় আরো উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।