মহান মুক্তিযুদ্ধসহ এদেশের সকল দুর্দিনে- দুঃসময়ে প্রবাসীরা পাশে দাঁড়িয়েছেন – নাসির উদ্দিন

- আপডেট সময় : ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের সকল দুর্দিনে- দুঃসময়ে প্রবাসীরা পাশে দাঁড়িয়েছেন। প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করে আবার কষ্টার্জিত অর্থ দেশের মাটিতে থাকা গরীবদের মাঝে বিলিয়ে দেন। মোহাম্মদ মনির হোসাইন এমনই একজন ব্যক্তি যিনি ছাত্র জীবন থেকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করছেন।দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের অনেক গরীবদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এভাবে বিত্তশালীরা গরীবদের পাশে দাঁড়ালে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে না। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে নগরের ২০ নং ওয়ার্ডের সাদীপুরে মোহাম্মদ মনির হোসাইন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।শিক্ষাবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ মো. মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নতুন দিন সম্পাদক মহিব চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাস, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী ও ব্যবসায়ী শাহ মো. কায়েস চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- সব্যসাচি দেব রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রফেসর আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল মছব্বির, হিরক রঞ্জন দে পাপলু, কাজি লায়েক আহমদ, আব্দুল মতিন, আনছার আহমদ বাদল, সৈয়দ আতাউর রহমান, কাজি দুলাল আহমদ, তাপস পুরকায়স্থ, জাকির আহমদ, সিরাজ মিয়া, ছালেহা বেগম, আছারুন বেগম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন খান আরও বলেন, একটি উন্নত বাংলাদেশ বিনির্মানে সরকারের পাশাপাশি প্রবাসীদেরও ভূমিকা রাখা দরকার। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে মহিব চৌধুরী বলেন, আত্মীয় স্বজন বা এলাকার মানুষের হক আছে বলেই প্রবাসীরা দেশে ছুটে আসেন। তাদের পাশে দাঁড়ান। নাড়ীর টানে আমরা ছুটে আসি। সমাজের জন্য কাজ করেন এমন মানুষের পাশে দাঁড়ালে তিনি কাজ করতে আরও উৎসাহী হবেন। মনির হোসাইনও এলাকার মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।সভাপতির বক্তব্যে মনির হোসাইন বলেন, অতীতের মতো আগামী দিনেও সমাজকল্যাণ মুলক কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত চেষ্টায় আমরা সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলব।অনুষ্ঠানে পাঁচ শতাধিক গরীব দুঃস্থদের হাতে কম্বল তুলে দেয়া হয়।