সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদী খনন বন্ধের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ১০:২৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার গুরমার হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
১৯ জানুয়ারি তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে এলাকাবাসীর নিয়ে ব্যানারে মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলার ২ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা আব্দুর রফ সভাপতিত্বে,সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাও:এনামুল হক,আলকাছ উদ্দিন,জুনায়ে আহমদ,সিব্বির আহমদ,রফিক উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, এই নদী খনন করা হচ্ছে না, নদীরপাড়ে মানুষের ঘর-বাড়ি ও ফসলি জমি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঐ নদী খননের মাধ্যমে হুমকির মুখে পড়ছে আমাদের মতো অসহায় কৃষকদের শত শত হেক্টর ফসলি জমি।এলাকাবাসী এই নদী খনন বন্ধের দাবি জানান তা না হলে আমরা কটুর আন্দোলন গড়ে তোলা হবে।