সিলেট-২-অবশেষে লামা আউট, ইয়াহইয়া ইন

- আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৭ নভেম্বর) বিকালে ২৮৯ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এতে সিলেট বিভাগের ১৫টি আসনে মনোনীত প্রার্থীর ঘোষণা করা হয়।
সোমবার বিকালে ঘোষিত সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীর নাম ছিলো- সিলেট-১ এ নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ এ মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ এ আতিকুর রহমান আতিক, সিলেট-৪ এ এটি এম তাজ রহমান, সিলেট-৫ এ সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন।
তবে সোমবার দিবাগত মধ্যরাতে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী তাঁর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেন এবং জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহের ছবি দেন। ফলে সিলেট-২ আসনের দলীয় প্রার্থী নিয়ে সৃষ্টি হয় ধূম্রজালের।তবে বুধবার (২৮ নভেম্বর) বিষয়টি স্পষ্ট করেন জাতীয় পার্টির যুগ্মমহাসচিব ফখরুল আহসান শাহজাদা।তিনি সিলেটভিউ-কে বলেন- যোগ্যতা ও সার্বিক বিবেচনায় সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামাকে পরিবর্তন করেন ইয়াহইয়া চৌধুরীকে প্রার্থী করা হয়েছে।