স্বেচ্ছাসেবক দলের নেতা রউফকে খোঁজে পাচ্ছে না পরিবার

- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রবিবার (২৬ নভেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।
রউফের পরিবার সূত্রে জানা যায়,রবিবার রাত ৮ টার পর থেকে এখন পর্যন্ত স্ত্রী কিংবা ঘনিষ্ঠজনদের সাথে রউফের কোনো যোগাযোগ হয়নি।রউফের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ সিলেটের বালুচরের আল ইসলাহ এলাকার মুজাফর আলীর ছেলে।
আব্দুর রউফ বড় ভাই আসলাম মিয়া সাংবাদিকদেরকে জানান, গতকাল রাতে তার ভাই ঘর থেকে বের হয়।এর পর থেকেই কারো সাথে তার যোগাযোগ নেই।তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।এ ব্যাপারে আগামীকাল শাহপরান থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান তিনি।