চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
এয়ারপোর্ট থানা পুলিশ আলী বাহার চা বাগান থেকে সীতেশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তি হবিগঞ্জ সদরের ঘোষ পাড়ার রাখাল চন্দ্র গোপের ছেলে।জানা যায়, গত ১৬ নভেম্বর গর্ভবতী স্ত্রীকে সিজারের জন্য সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সীতেশ। গত শনিবার সফল অস্ত্রোপচারে সন্তান হয় তার স্ত্রীর। তবে, রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ হন সীতেশ চন্দ্র গোপ। কোনো সন্ধান না পেয়ে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেন সীতেশের স্বজনরা।
গতকাল মঙ্গলবার স্থানীয়রা চা বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা। নিহত সীতেশ চন্দ্র গোপের ভাই গোপেশ চন্দ্র গোপ লাশ শনাক্ত করেছেন।এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন সিপন জানান, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটা পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।