মিথ্যা মামলা হলে করণীয়

- আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে

The hard work of an asian lawyer in a lawyer's office. Counseling and giving advice and prosecutions about the invasion of space between private and government officials to find a fair settlement.
ভিউ নিউজ ৭১ ডেস্ক :অনলাইন সংস্করণ
কোনো অপরাধ না করার পরও শত্রুতাবশত কেউ আপনার বিরুদ্ধে থানা বা আদালতে মামলা করতে পারেন। মিথ্যা মামলা হলে ভয় পাবেন না।আইনি লড়াইয়ের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাবেন।মিথ্যা মামলা হলে কী করবেন, প্রথমে জানতে হবে,মামলাটি থানায় নাকি আদালতে হয়েছে।এর পর আইনজীবীর মাধ্যমে মামলার আরজি বা এজাহারের কপি তুলতে হবে।মামলাটির ধারা ও অভিযোগ জামিনযোগ্য কিনা তা জানতে হবে। গুরুতর অভিযোগ না হলে ও জামিনযোগ্য হলে নিম্নআদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন আসামি।অভিযোগ জামিন-অযোগ্য হলে হাইকোর্ট বিভাগে উপযুক্ত কারণ দেখিয়ে আগাম জামিন চাইতেও পারেন আসামি। আদালতে বিচার চলাকালে নির্দিষ্ট তারিখে অবশ্যই হাজিরা দিতে হবে।কোনো যুক্তিসংগত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে আসামির জামিন বাতিল করে দিতে পারেন আদালত।
জামিন কখন চাইতে হবে?
জামিন সাধারণত পুলিশ প্রতিবেদন হওয়ার আগেই চাইতে হয়। পুলিশ অভিযোগপত্র দাখিল করার আগে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে আপনার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগটি করা হয়েছে, তা প্রমাণের চেষ্টা করুন।মিথ্যা মামলা গ্রেফতার হলে আসামি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন।যদি পুলিশ রিমান্ড চায়,তা হলে আইনজীবীর উচিত হবে রিমান্ড বাতিলের আবেদন করা।যদি থানায় না হয়ে আদালতে মামলা (সিআর মামলা) হয়, সে ক্ষেত্রেও আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে।
অ্যাডভোকেট আবুল হাসান
লেখক: আইনজীবী, সুপ্রিমকোর্ট