হবিগন্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে প্রাইভেটকার খালে।

- আপডেট সময় : ০৪:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
মাধবপুর,প্রতিনিধি :
মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাইভেটকার পাশের খালে।
শনিবার (২৫ মার্চ) রাত ০৮ টার দিকে উপজেলার শাহজীবাজার মানিকপুর বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড মানিকপুর বিশ্বরোড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা,মে.গ_২৫-২৮০৩) প্রাইভেটকার কে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে প্রাইভেটকার টি ব্রীজের রিলিংয়ে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খালে পড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে খালে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই খন্দকার বাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করি। দূর্ঘটনা কবলিত গাড়িতে একই পরিবারের দুজন মানুষ থাকলে ও আহত হয়নি বলে ও জানান তিনি।