ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে- অস্ত্রসহ আটক বিএনপি নেতার ছেলে এডভোকেট গাফফার ও বাবলুর সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ভোর রাতে সিলেটে গোয়াইনঘাটে যুবক খু ন বিশ্বনাথে শিশু নির্যাতন, ইউপি চেয়ারম্যান’সহ ৫ জনের বিরুদ্ধে মা ম লা ৫০কোটি টাকার ভারতীয় চিনির চালান আটক বিশ্বনাথে ঘুষ নেওয়ার অভিযােগে এস আই আলীম উদ্দিন ক্লো জ নারকেল তেলের সঙ্গে যা মেশালে কমবে চু ল পড়া প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহকে গ্রেফতার করল ইসরাইল অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকা ইউনাইটেডের সমঝোতা চুক্তি
সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন উপজেলায় সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলা এবং প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগী চত্বরে এক বিশা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুরে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়া সহ বিএমএসএস যশোরের সভাপতি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাসির উদ্দীন নাসিম, মাইটিভির সাংবাদিক সহ ৫ জনের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন জেলা -উপজেলায় সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে আজ ২৯ এপ্রিল শনিবার সকাল ১১ টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগ পরিষদের সামনে উক্ত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র চট্টগ্রামে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সহযোদ্ধারা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএমএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আনিসুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও মো: ইদ্রিস, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রায়হান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ জুবাইর, সহ-সম্পাদক আনিসুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকরা।
বক্তারা এ সময় সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং যশোরের বিএমএসএস জেলা কমিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের নাসির উদ্দীন নাসিম সহ ৫ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলাটি প্রত্যাহারের দাবী জানান। নাহলে বাঘারপাড়ার ওই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি প্রদান করেন বক্তারা।
পাশাপাশি রংপুরে এশিয়ান টিভির সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার বিচার দাবী এবং সারাদেশে সকল সাংবাদিকদের উপর হামলার বিচার নিশ্চিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

মানববন্ধনে ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক শাহাদাত হোসেন, ওসমান এহতেশাম, রফিকুল ইসলাম, পারভেজ হোসেন, রাজিব নাথ, ছৈয়দুল করিম, আরাফাত সিদ্দিকী, মো: জামাল, মো: মাসুদ, পলাশ সেন প্রমূখ সাংবাদিক নেতৃবৃন্দ।